ফিফার কাছে অভিযোগ জানাবে ফ্রান্স
শেষ ষোলো নিশ্চিত করায় বুধবার (৩০ নভেম্বর) তিউনিসিয়ার বিপক্ষে দ্বিতীয় সারির দল নিয়ে মাঠে নেমেছিল ফ্রান্স। সেই ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে দেয় তারা। তবে ম্যাচের একেবারে শেষ দিকে গোল পেয়েছিল ফ্রান্স। তবে গ্রিজম্যানের করা সেই গোলটি ভিএআরের সহায়তায় বাতিল হয়ে যায়। তবে গোলটি অফসাইড ছিল না বলে অভিযোগ করে ফরাসি ফুটবল ফেডারেশন। এ নিয়ে ফিফার কাছে অভিযোগও করবে ফ্রান্স।
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত
খেলার সময়
১ মিনিটে পড়ুন
বুধবার দোহার এডুকেশন স্টেডিয়ামে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে দেয় তিউনিসিয়া। কিন্তু তাতেও শেষ ষোলোর টিকিট মেলেনি তাদের। ৫৮ মিনিটে ওয়াহবি খাজরির গোলে এগিয়ে যায় তিউনিসিয়া। এরপরই গোল পেতে মরিয়া হয়ে পড়ে ফ্রান্স। তাদের একের পর এক আক্রমণে ম্যাচের ৯৮ মিনিটে গোলও পেয়ে গিয়েছিল ফ্রান্স। তবে তাদের সে গোলে বাধা হয়ে দাঁড়ায় ভিএআর।
আরও পড়ুন: ফ্রান্সকে হারিয়েও নকআউটে যেতে পারল না তিউনিসিয়া
মনিটরে কয়েকবার রিপ্লে দেখে রেফারি বাতিল করেন গোলটি। রেফারি বাজান অফসাইডের বাঁশি। তাতে ম্যাচটি ১-০-তে হেরে যায় এবং ২০১৪ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের পর থেকে চলা বিশ্বমঞ্চে ফ্রান্সের অপরাজেয় পথচলা অবশেষে থামে।
তবে গোলটি অফসাইড ছিল না বলে অভিযোগ করে ফরাসি ফুটবল ফেডারেশন। যোগ করা সময়ে চুয়ামেনি যখন পাস বাড়ান তখন অফসাইডে ছিলেন গ্রিজম্যান। বল সরাসরি তার কাছে আসেনি। তিউনিসিয়ার এক ডিফেন্ডারের হেডের পর বল পান গ্রিজম্যান। তবুও গোলটি হয়নি রেফারির সিদ্ধান্তে।
এরপর ফরাসি ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানায়, 'গ্রিজম্যানের গোল আমাদের মতে ভুল সিদ্ধান্তে বাতিল হওয়ায় আমরা লিখিত অভিযোগ করছি। চূড়ান্ত বাঁশি বাজানোর ২৪ ঘণ্টার মধ্যে এই অভিযোগ করতে হবে।'