পিঠের চোটে বিশ্বকাপ শেষ বুমরাহর!
বিশ্বকাপের আগেই দুঃসংবাদ শুনতে হলো ভারতকে। দেশটির তারকা পেসার জসপ্রিত বুমরাহ ইনজুরির কারণে এবারের আসরে খেলা নিয়ে শঙ্কা রয়েছে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে অনুশীলনের সময় পিঠে ছোট পান বুমরাহ। যে কারণে প্রথম ম্যাচ তাকে মাঠে নামানো হয়নি। যদিও চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি; তবে চোটের অবস্থা গুরুতর হওয়ায় তার আর সেরে ওঠা হয়নি। বিশ্বকাপেও খেলতে পারবেন না তিনি, এমনটাই জানাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
এশিয়া কাপে একই ইনজুরির কারনে মাঠে নামা হয়নি তার। অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে ফিরলেও বল হাতে ভালো করতে পারেননি তিনি। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগেই পড়লেন আগের চোটে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, ‘বুমরাহ টি-২০ বিশ্বকাপে খেলছে না। ওর পিঠের অবস্থা জটিল। ওর পিঠে চোটটা গুরুতর। ওর সুস্থ হলে ৬ মাস সময় লাগবে। ’
এদিকে বুমরাহর বদলি কে হবেন, তা এখনও নিশ্চিত নয়। তবে শিগগিরই তা জানিয়ে দিবে বিসিসিআই।