চট্টগ্রামে কন্টেইনার ডিপোতে ভয়াবহ আগুনে নিহত ২, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট
চট্টগ্রামের সীতাকুণ্ডের প্রাইভেট আইসিডি কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ড এবং আগুনে কন্টেইনার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ১৬ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত ২ জন নিহত হয়েছে বলে জানা গেছে। এছাড়াও আগুনের ঘটনায় এ পর্যন্ত শতাধিক দগ্ধ হওয়ার হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
কন্টেইনারে দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে বেশ বেগ পেতে হচ্ছে বলে, ফায়ার সার্ভিসের পখ থেকে জানানো হয়।
শনিবার (০৪ জুন) দিবাগত রাত ৯টার পর উপজেলার ভাটিয়ারীতে বিএম কন্টেইনার ডিপোতে আগুন লাগার এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ শাখা থেকে আগুনের তথ্য নিশ্চিত করা হয়েছে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাশ গণমাধ্যমকে জানান, বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ছয়টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আগুনের মাত্রা বাড়তে থাকায় পরে আরও কিছু ইউনিটও আগুন নেভানোর কাজে যুক্ত হয়।
কন্টেইনার বিস্ফোরণের কারণে সেখানে থাকা কেমিক্যালের কারণে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানানো হয়েছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে।
কন্টেইনার ডিপোটিতে আমদানি ও রপ্তানির বিভিন্ন পণ্যবাহী কন্টেইনার রয়েছে বলে জানা গেছে।