logo
Blog single photo

মাত্র ২২ বছর বয়সে মারা গেলেন আরেক গায়ক

একের পর এক মৃত্যুর খবরে ভারতীয় শোবিজের বাতাস ভারী হয়ে উঠেছে। বলিউডের জনপ্রিয় গায়ক কেকের মৃত্যুর একদিন পরই (১ জুন) না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন উঠতি সংগীতশিল্পী শেইল সাগর। মাত্র ২২ বছর বয়সেই নিভে গেলো প্রতিভাবান এই শিল্পীর জীবনপ্রদীপ।

নতুন প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় ছিলেন শেইল সাগর। গত বছর তার গাওয়া ‘ইফ আই ট্রায়িড’ গানটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিল।

একই বছর তার আরও ৩টি সলো গান প্রকাশ পেয়েছে। গানগুলো হলো- 'বিফোর ইট গোজ','স্টিল','মিস্টার মোবাইল ম্যান লাইভ'।

দিল্লির এই গায়কের সুরেলা কণ্ঠ, ইংরেজি উচ্চারণ সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে স্থান পেয়েছিলো। এখনও তার মৃত্যুর কারণ জানা যায়নি
Top